বইটিতে “তাফসীর কি মিথ্যা হতে পারে?” এই প্রশ্নের মাধ্যমে মূলত মিথ্যা তাফসীর পেশ করা হয়েছে।
এর দ্বারা জনগণকে মিথ্যা তাফসীর সম্পর্কে সচেতন করা হয়েছে।
কেননা কুরআনের তাফসীর শোনা ও পড়ার নামে ধর্মপ্রাণ মুসলমানরা মিথ্যা তাফসীর শুনছে ও পড়ছে। যার ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছে এবং ইসলামের আসল রূপ তাদের থেকে বিদায় নিচ্ছে। এহেন অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যেই এই বইটি লিখা হয়েছে।
বইটি পড়ে এদেশের মাটিতে যে অনেক তাফসীর মিথ্যা হয়, সে সম্পর্কে অবগত হওয়া যাবে।
আদম আঃ থেকে শুরু করে অসংখ্য নবী রাসুলের নামে মিথ্যা তাফসীর হয় এদেশে, এগুলো সম্পর্কে অবগত হওয়া যাবে।
কোরআন এবং সহীহ হাদীসে বিভিন্ন সূরার ফযিলত নিয়ে ও মিথ্যা তাফসীর জানা যাবে, এই বইটি পড়ে।
অসাধারন একটি বই। প্রতিটি মানুষের এই বইটি পড়া উচিত।